দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৩ জনে।

একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে।‌ এছাড়া, নতুন ৭১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

You might also like