দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১৪ জন।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪২৮ জনে। এবং মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া, আরও ৯৩৬ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন, ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।