দেশে ফিরলে প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ – স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকারী প্রিয়া সাহাকে দেশে ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, “এ ধরনের খবর দেওয়ার পেছনে তার নিশ্চয়ই একটি উদ্দেশ্য রয়েছে। দেশে আসলে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াশিংটন ডিসিতে তিন দিনব্যাপী ‘ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে প্রিয়া সাহা গত ১৭ জুলাই বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। ওই সম্মেলনে অংশ নেয়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, “প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, তা একেবারেই মিথ্যা। বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলেছেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি