দেশে ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রী

১৪৯

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে লন্ডনে উদ্দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। লন্ডনে একদিন যাত্রা বিরতির পর সোমবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত সপ্তাহের রোববার জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যান তিনি। গেলো বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময়, অভ্যন্তরীণ রাজনীতি, রোহিঙ্গা ইস্যু, জলবায়ুসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like