দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয় : রেলমন্ত্রী

১৭

বিএনপি-জামায়াতের স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয় আছে মন্তব্য করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ, তবে জনগণই আমাদের শক্তি।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত থেকে মন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ছাত্র শিবির-জামায়াতের কর্মকাণ্ড এখন দেখছি না, এখন তারা সক্রিয় নাই। কিন্তু এই জামায়াত-শিবিরের লোকজন বিভিন্নভাবে আওয়ামী লীগ দলে ঢোকার জন্য সক্রিয় আছে। তাই নতুন কর্মী বাচাইয়ের ক্ষেত্রে তাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং কোন পরিবার থেকে কীভাবে এলো, তা যাচাই-বাছাই করে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

You might also like