দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৯৭, মারা গেছেন ৭ জন

১১৭

দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৪৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৯১৩ জন।

গত ২৪ ঘন্টায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন মহিলা। এ পর্যন্ত মারা গেছেন ১৫২ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গতকালের চেয়ে আজ আক্রান্ত ৭৯ জন বেশি। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৪১৮ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।

ডা.নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আমাদের নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৮১২টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৩ হাজার ৪৭৬টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা প্রায় ৯ দশমিক ৬৬ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।

তিনি জানান, নতুন করে যারা মারা গেছেন, তাদের ৫ জন রাজধানী ঢাকার, ১ জন সিলেট ও ১ জন রাজশাহীর বাসিন্দা। ৫ জনের বয়স ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ১০ বছরের নিচে একজন শিশু মারা গেছে।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like