দ্বিতীয় বিয়ের কারন জানালেন আমির খান

১৬৩

বলিউড পাড়ার ‘মিস্টার পারফেকশনিস্ট। যেকোনো সিনেমায় অভিনয়ের আগে সেই সিনেমায় তার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলতে কোনো কিছুতেই ছাড় দিতে রাজি নন বলিউড সুপারস্টার আমির খান। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনে দুইবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই তারকা। এবার জানালেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করার পেছনের কারণ। কিরণ রাও’কে কেন তার জীবনে জরুরি হয়ে পড়েছিল ?

 

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আমির। আর সেই সময় কিরণ রাও এসেছিলেন আমির খানের জীবনে। ‘লগন’ সিনেমায় অভিনয়ের সময় কিরণের সঙ্গে পরিচয় আমির খানের। ওই সিনেমার সহকারি পরিচালক ছিলেন কিরণ।

আমির খান জানান, বিচ্ছেদের ফলে শুটিংয়ের সময় যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকতেন তখন কিরণ যেন তার শক্তি হয়ে উঠেছিল। কিরণের সঙ্গে ফোনে কথা বলার সময় মন ভালো হয়ে যায় তার। এরপরই কিরণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকেন আমির।

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর কিরণের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্ক গড়েন আমির খান। ২০০৫ সালে দ্বিতীয়বার বিয়ের আগে কিরণের সঙ্গে নাকি লিভ ইন সম্পর্কও ছিল বলিউডের এই সুপারস্টারের।

কিরণের সঙ্গেও আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সম্পর্ক বেশ ভালো বলেই শোনা যায়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like