দ্রুততম ৫০ লাখ ভিউ পেরুলো নিশো-মেহজাবীনের ঢাকা টু দুবাই
নাটকের নাম ‘ঢাকা টু দুবাই’। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল নাটকটি। এতে অভিনয় করেছেন এসময়ের আলোচিত নাটকের জুটি নিশো-মেহজাবীন।
নাটকটির গল্পে দেখা যায়, মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন কোনও এক এজেন্সির মাধ্যমে। শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি।
এস কে সাহেদ আলী প্রযোজিত ‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।
এবার ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক নাটক প্রকাশ পেয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। নতুন খবর হল, সবশেষ খবর পাওয়া পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে নিশো-মেহজাবীন জুটি অভিনীত নাটক ‘ঢাকা টু দুবাই’।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির তথ্য এবং ইউটিউব জরিপ থেকে জানা গেছে, এবারের ভালোবাসা দিবসের প্রকাশ পাওয়া নাটকের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে মহিদুল মহিমের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকটি।
১২ ফেব্রুয়ারি রাতে নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। ১৭ ফেব্রুয়ারি নাটকটির ভিউ অতিক্রম করে ৫০ লাখের ঘর। কমেন্টের ঘরে ৫ দিনের ব্যাবধানে মন্তব্য জমা পড়েছে ৯ হাজারেরও বেশি। প্রশংসায় ভাসছে নাটকটি।