দ্রুত সেবার জন্য শুদ্ধাচার পুরস্কার পেলেন ওয়াসার এমডি

১২৯

কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ পুরস্কার সনদ পেয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ ।

গতকাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও কর্মক্ষেত্রে এর যথাযথ প্রতিফলনের মাধ্যমে সহজে ও দ্রুত সময়ে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানে এ পুরস্কার পান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like