দ. কোরিয়ায় করোনায় মোট আক্রান্ত ৪ হাজার : মৃত ২২

১১৮

দক্ষিণ কোরিয়ায় সোমবার করোনায় আরো প্রায় ৫০০ জনের আক্রান্তের কথা জানা গেছে, এতে করে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গেছে।

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) জানায়, সেখানে আরো ৪ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জন। খবর এএফপি’র।

চীনের বাইরে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এই দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির অর্থনীতিকে প্রভাবিত করবে। বিশ্বের ১২তম বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে কেন্দ্রিয় ব্যাংক প্রথম প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধির সতর্কতা দিয়েছে।

এই ভাইরাস সংক্রমণে বেশ কিছু ইভেন্ট বাতিল ও স্থগিত করায় দেশটির আমদানী ও রপ্তানী বাণিজ্য বাধাপ্রাপ্ত হবে।

১০ ফেব্রুয়ারি দায়েগু নগরীতে ৬১ বছরের এক নারী প্রথম করোনায় আক্রান্ত হন। বিশ্বের চতুর্থ বৃহত্তম নগরী দায়েগুর মোট জনসংখ্যা ২৫ লাখ।

কেসিডিসি জানায়, সোমবার ৪৭৬ নতুন আক্রান্তের কথা জানায়। এতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৪ হাজার ১১২জন। আক্রান্তদের শতকরা ৯০ ভাগ দায়েগু ও প্রতিবেশী উত্তর জিয়াংইয়াং প্রদেশের বাসিন্দা।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like