ধর্ষণের ঘটনা জানিয়ে দিবে বলায় ভাগনিকে খুন

১৩১

ধর্ষণের ঘটনা মাকে জানিয়ে দেবে এমনটা বলার পর চাচাতো বোনের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে নিপুকে খুন করে মো. রমজান আলী ছোটন। পরে তার মরদেহ বাসার ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দিয়ে চলে যায় যায়।

সোমবার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমনটা জানিয়েছেন আসামি রমজান আলী ছোটন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, ধর্ষণের ঘটনায় গ্রেফতার মো. রমজান আলী ছোটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ২৫ আগস্ট বন্দর থানার মাইলের মাথা এলাকায় নিজ বাসায় ধর্ষণের পর হত্যা করা হয় নিপুকে। এ ঘটনায় সোমবার ভোররাতেই রমজান আলীকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।

 নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like