ধসে গেছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ৩’শ মিটার ব্লক
মেঘনার ভাঙনে চাঁদপুর শহর রক্ষা বাঁধের ৩’শ মিটার ব্লক ধসে গেছে।
এছাড়া, শহরের পুরানবাজার এলাকায় সকাল পর্যন্ত ৮টি বসতঘর ও ২টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।হুমকির মুখে রয়েছে হরিসভা এলাকার ৪টি মন্দির ও সড়ক। ইতিমধ্যেই সরিয়ে নেয়া হয়েছে বহু বসতঘর। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এর আগে শনিবার রাত থেকে শুরু হয় মেঘনার ভাঙন। পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থলে বালি ভর্তি জি ও-ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।
নিউজ ডেস্ক / বিজয়