ধামরাইয়ে অপহরণের তিন দিন পর এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার
ঢাকার ধামরাইয়ে অপহরণের তিন দিন পর এক স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণকারী জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ধামরাইর চৌহাট দ্বিমুখা এলাকার স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ করে জহিরুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীর পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ অভিযানে নামে।
আজ (মঙ্গলবার) ভোররাতে সাভারের বক্তারপুর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। সেই সাথে অপহরণকারীকেও আটক করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি