ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ শ্রমিক আহত

১২২

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২০ শ্রমিক আহত হয়েছে।

পুলিশ জানান, রবিবার সকালে মাহমুদা এ্যাটায়ার্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকবাহী বাস মানিকগঞ্জ থেকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হলে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা সবাই আশঙ্কামুক্ত থাকলেও কারখানায় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে আহতদের মধ্যে এক শ্রমিক মারা গেছে। এতে বিক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে সড়কটিতে উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like