ধামরাইয়ে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

৯১

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আজ (রোববার) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে মানিকগঞ্জের কাটিগ্রাম থেকে একটি পিকআপে সবজি বোঝাই করে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাচ্ছিলো সবজি ব্যবসায়ী হেলাল। ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হেলাল নিহত হন।

গুরুতর আহত পিকআপ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like