নওগাঁর পত্নীতলা এবং আত্রাই এ পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত

১০৫

নওগাঁর পত্নীতলা এবং আত্রাই উপজেলায় পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ জাহিদুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ দু’টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা মাদক ও হত্যা মামলার আসামি। পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, উপজেলার দীবর এলাকায় রাতে মাদক উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে মাদক চোরাকারবারি গ্রুপের গুলি বিনিময় হয়।

এতে জাহিদুল নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। অন্যদিকে, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, ভোরে উপজেলার তিলাবুদুরী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মিনহাজুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like