নওগাঁয় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত

১১৩

নওগাঁর মান্দায় উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

আজ (সোমবার) সকালে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, হতাহত ব্যক্তিরা সবাই ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। সকালে নওগাঁ শহরে মাসিক সভায় যোগ দিতে তারা মান্দা ফেরিঘাট থেকে অটোরিকশায় রওনা দেন।

এ সময় অটোরিকশাটি ফেরিঘাট সেতু পার হওয়া মাত্রই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামে অটোরিকশার এক যাত্রী মারা যান।

পরে চিকিৎসাধীন অবস্থায় জয়নুল আবেদিন ও আশরাফুল নামে আরো দুই যাত্রীর মৃত্যু হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like