নওগাঁয় সীমান্ত পাবলিক স্কুলে ডিজিটাল এ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন

১২২

নওগাঁয় সীমান্ত পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের ডিজিটাল এ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এর আগে সোমবার সকালে ২০১৯ শিক্ষাবর্ষে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় মোট ১৬৯ জন শিক্ষার্থীকে ভাল ফলাফলের জন্য অভিনন্দন জানান খাদ্যমন্ত্রী।  ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুমসহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like