নগরের মিয়ার পাহাড় থেকে ৩২ পরিবারকে উচ্ছেদ

১০৯

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৩২ পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রৌফাবাদ এলাকা সংলগ্ন মিয়ার পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়। এ সময় ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ফোরকান এলাহি অনুপম জানান, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সিএমপি, র‌্যাব, কর্ণফুলি গ্যাস লিমিটেড, পিডিবি, ওয়াসা, সিডিএ, সিটি করপোরেশনের প্রতিনিধি এবং পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like