নতুন চমক নিয়ে আসছেন শহিদ কাপুর

ফের নতুন চমক নিয়ে পর্দায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। এবার আলি আব্বাসের নির্মাণে ‘ব্লাডি ড্যাডি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। তবে এতে চকলেট বয় নয়, নতুন রূপে হাজির হয়েছেন শহিদ।

ট্রেলারে দেখা যাচ্ছে, কখনও ছুরি, কখনও বন্দুক হাতে একের পর এক গুন্ডার জীবন নাশ করছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে শহিদ লিখেছেন, তৈরি হয়ে যান সিনেমা হলে সুন্দর সময় কাটাতে। ৯ জুন ২০২৩-এ আসছে ‘ব্লাডি ড্যাডি’।

ট্রেলারের ওই ভিডিওতে দেখা যায়, কালো স্যুটে এক অন্ধকারাচ্ছন্ন হোটেলে প্রবেশ করে ছুরি হাতে একের পর এক গুন্ডাকে মারছেন শহিদ কাপুর। আর সেই বন্দুক যেন ব্যক্তিগত শোক পাল্টে দিয়েছে অভিনেতার গোটা জগৎ, সেই আভাসই পাওয়া যায় সিনেমার ট্রেলারে।

এ ছাড়া ট্রেলারে শহিদের সঙ্গে দেখা মিলেছে সঞ্জয় কাপুর, ডায়না পেন্টি, রোহিত রায়, রাজিব খান্ডেলওয়ালদেরও।

সিনেমায় শহিদের লুকের সঙ্গে অনেকেই কিয়ানু রিভসের ‘জন উইক’ সিনেমার মিল খুঁজে পেয়েছেন। তবে তাকে জন উইকের সঙ্গে তুলনা করলেও, ২০১১ সালে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘নুইট ব্লান্স’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। আগামীকাল থেকে জিওতে দেখা যাবে ‘ব্লাডি ড্যাডি’।

You might also like