আড়াই বছর পর নিজেদের হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যুয়ে ফেরার ম্যাচে রাজকীয়ভাবেই প্রত্যাবর্তন হলো বার্সেলোনার। গতকাল, স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি নতুন ন্যু ক্যাম্পে বার্সার প্রথম ম্যাচ ছিলো। আর সে ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে কাতালানরা।
এর আগে, ২০২৩ সালের মে মাসে ন্যু ক্যাম্পে বার্সেলোনা সবশেষ ম্যাচ খেলেছিল। সংস্কার কাজের জন্য আড়াই বছর পর্যন্ত বন্ধ ছিল কাতালানদের হোম গ্রাউন্ডটি। গতকাল, ক্যাম্প ন্যুয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই লিড এনে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। এরপর, প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন ফেরমিন লোপেজ। আর ৯০ মিনিটে ফেরান নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। পরে, ৫৪ মিনিটে ফেরমিনকে ফাউল করে বিলবাওয়ের মিডফিল্ডার সানচেত লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় অতিথিদের, আর সে সুযোগ কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নেয় বার্সা। এতেই আড়াই বছর পর নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফেরাটা স্মরণীয় করে রাখল কাতালানরা।
এদিকে, এ জয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠেছে বার্সা। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৩১। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আগামীকাল এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষে উঠবে স্প্যানিশ জায়ান্টরা।