নতুন রূপে ধরা দিলেন মিম!

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা। ‘পরাণ’- খ্যাত এ অভিনেত্রী যখনই যা করেন না কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করে নিতে ভুলেন না।

সম্প্রতি মিম তার নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। হিজাব পরা ওই ছবিগুলো দেখে বেশ কৌতুহল প্রকাশ করেছে অনুসারীরা। মিম জানান, ওটা আমি নয় নীরা। ‘নীরা’চরিত্রটি সহজ-সরল একজন নারীর।

গত বছর ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন মিম। পরে বছর শেষে ‘দামাল’ ছবিতেও বাজিমাত করেন তিনি। চলতি বছর কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেখান থেকে ফিরেই মিম শুরু করেন ভারতীয় ওটিটি প্লাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’এর কাজ। সম্প্রতি সেটিও শেষ করেছেন তিনি।

মিম জানান, এই সিরিজটিতে তার চরিত্রের নাম ‘নীরা’। চরিত্রটি সহজ-সরল একজন নারীর চরিত্র। কিন্তু সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। মিম বলেন, আমার মনে হয় দর্শকরা এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিং ভাবে খুঁজে পাবেন।

অ্যাকশন- থ্রিলারধর্মী এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন এফএস নাঈম। ‘মিশন হান্টডাউন’সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

সিরিজটিতে নাঈমের চরিত্রের নাম মাহিদ। গল্পে দেখা যাবে, মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছুদিন পর সেই জঙ্গীকে নীরা নামে এক মহিলা তার নিখোঁজ স্বামী বলে দাবী করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসঙ্গে এর পিছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। তারা একটি দুর্ধষ জঙ্গি হামলার পরিকল্পনা জানতে পারে। এভাবেই এগিয়ে যায় সিরিজটির গল্প। সিরিজটি দেখতে মিম ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।