নদী দখলের চিন্তা করলে ভুল করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর চারপাশে দখল হয়ে যাওয়া নদীর তীর উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে। কেউ যদি পুনরায় নদী দখলের চেষ্টা করে তাহলে ভুল করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরে সীমানা পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিআইডব্লিউটিএ। কেউ নদী দখলের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বলেন, নদীগুলোকে দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। একে একে সবগুলো নদী দখলমুক্ত করে নদীমাতৃক বাংলাদেশকে জনগণের সামনে উপস্থাপন করা হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি