নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বিএনপি, আশা আইজিপির
বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাহিনীটিতে কর্মরত সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি আরো বলেন, আগামী ১০ ডিসেম্বর, ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে, সব বিষয় মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে।a