নরসিংদীতে মজুরী কমিশন বাস্তবায়নের দাবীতে ইউএমসি জুট মিলে চলছে ৭২ঘন্টার শ্রমিক ধর্মঘট

১০২

মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে আজকেও ২য় দিনের মতো নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলস্ এ টানা ৭২ ঘন্টার শ্রমিক ধর্মঘট চলছে। শ্রমিকদের ন্যায্য দাবী এখনো মেনে না নেয়ায় ইউএমসি জুট মিলস এর উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন শ্লোগানে মিল গেইটের সামনে জামতলা মঞ্চে অবস্থান করা সহ বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে। আজ সকাল ৬ টা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ।

শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা জানান, শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়ায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭২ ঘন্টার ধর্মঘটের আজকে ২য় দিন পালন করছেন। অচিরেই শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়া না হলে বৃহ:পতিবার সড়ক ও রেলপথ অবরোধ করে নরসিংদী জেলাকে অচল করে দেয়া হবে বলে শ্রমিক নেতারা জানান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সমপাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাইছার খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like