নরসিংদীর রায়পুরায় একটি গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের তিন শিশুসহ চারজন দগ্ধ

১২৪

নরসিংদীর রায়পুরায় একটি গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের তিন শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। ভোরে উপজেলার লোচনপুরে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একই পরিবারের তিন বোন রয়েছে। তারা হলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রীতি আক্তার, এসএসসি পরীক্ষার্থী মুক্তামণি, অষ্টম শ্রেণির ছাত্রী সুইটি আক্তার। দগ্ধ অন্যজন তাদের ফুপু খাতুন্নেছা। রায়পুরা থানা পুলিশ জানায়, বিষয়টি অগ্নিকান্ড নাকি পেট্রোল বোমা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like