‘নাকফুল’ সিনেমায় জুটি হলেন রোশান-পূজা

এর আগে রোশান-পূজাকে নিয়ে ‘সাইকো’ নির্মাণ করেছেন অনন্য মামুন। এবার ‘নাকফুল’ সিনেমায় জুটি হলেন রোশান-পূজা চেরি। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রোশান-পূজা। ‘নাকফুল’ শিরোনামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাদের। গেল ২ ফেব্রুয়ারি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটি।

ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। সিনেমাটি নির্মাণ করবেন অলক হাসান। সিলেটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হবে। পূজা চেরী জানান, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।’

রোশান জানান, ‘এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

এর আগে রোশান-পূজাকে নিয়ে ‘সাইকো’ নির্মাণ করেছেন অনন্য মামুন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে পূজা চেরি ও রোশানের একাধিক সিনেমা।