‘নাকফুল’ সিনেমায় পূজার জুটি হয়ে এলেন আদর; গেলেন রোশান

১৫

সবশেষ মুক্তি পেয়েছে ঢাকাই ছবির আলোচিত নায়ক রোশানের সিনেমা ‘চোখ’। ছবিটিতে রোশানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়িকা শবনম বুবলী। ছবিটিতে বুবলীর সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন রোশান।

গেল ৪ মার্চ মুক্তি পেয়েছে রোশান ও পরিমনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। ‘রক্ত’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো নায়িকা পরিমনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান।

মাসখানেক আগে নতুন সিনেমা ‘নাকফুল’ চুক্তিবদ্ধ হয়েছিলেন রোশান। কিন্তু গেল ২৬ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে রোশান জানান, ‘নাকফুল’ সিনেমাটিতে তিনি অভিনয় করছেন না।

বিষয়টি নিয়ে চিত্রনায়ক রোশান জানান, শিডিউল জটিলতায় সরে দাঁড়িয়েছেন এই নায়ক। ছবিতে চুক্তিবদ্ধ রয়েছেন নায়িকা পূজা চেরি। নতুন খবর হল, এবার পূজার জুটি হয়ে এলেন নবাগত নায়ক একে আজাদ আদর।

‘নাকফুল’ সিনেমার গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। এটি নির্মাণ করবেন আলোক হাসান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পূজা চেরী, লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।

রোববার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক।  ছবির রাজু চরিত্রে অভিনয় করবেন আদর। পরিচালক জানান, আগামী ৪ এপ্রিল থেকে সিলেটের লোকেশনে ‘নাকফুল’–এর শুটিং শুরু হবে। টানা ২০ দিন শুটিং হবে সেখানে। ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেতে পারে।