নাগেশ্বরীতে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীর নির্মাণাধীন ব্রিজের খাল থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় পথচারীরা বানিয়াটারী হাড়িয়ার ডারা এলাকায় রাস্তার পাশে জলায় নির্মাণাধীন ব্রিজের খালে এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নাগেশ্বরী থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।