নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২

১৭

নাটোরের সিংড়ায় প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার, একটি ট্রাক জব্দ ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

নাটোর ক্যাম্প (সিপিসি-২) র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার (২৩ এপ্রিল) ভোরে সিংড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে জামতলী বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লার মুরাদনগর থানার গোকুল নগরের আবুল খায়েরের ছেলে মো. জিলানী (২৪) ও মৃত শাহাআলমের ছেলে মো. আনিচ মিয়াকে (৩৮) আটক করা হয়।

এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকে রাখা প্লাস্টিকের ১৫০টি ক্যারেট থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

You might also like