নাটোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতারপার এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, স্থানীয় এক ব্যক্তি যুবকটির মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মরদেহের গলায় রশি ও মুখোমণ্ডলে জখমের দাগ ছিল। তবে এখন পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।