নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ২জন নিহত, আহত ১৫

১১৮

নাটোরের বড়াইগ্রামের পাবনা-নাটোর মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম হোসেন শিকদার জানান, রবিবার সকালে বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্ট এর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয় ও পরে হাসপাতালে একজন বাস যাত্রী নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতদের পরিচয় জানা যায়নি। তবে আহত বাসযাত্রীদের মধ্যে ১০/১২ জন বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অনার্স কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের পরিক্ষার্থী ছিলো।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like