নাটোরে শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা কেশবপুর ও চংধূপইল ইউনিয়নের বাউরা গ্রামের শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
পৃথক পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর এজিএম গোলাম ইখতিয়ার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, সাংঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, সিডিএ নেতা মমিন, ইনতাজ আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতৃবৃন্দ, নতুন বিদ্যুৎ সংযোগপ্রাপ্ত পরিবারের সদস্য সহ স্থানীয় ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি