নাটোরে শ্বাস রোধে ইটভাটা শ্রমিককে হত্যা

নাটোরে ফারুক হোসেন মিঠু (৩৫) নামে এক ভাটা শ্রমিককে শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

৭০

নাটোরে ফারুক হোসেন মিঠু (৩৫) নামে এক ভাটা শ্রমিককে শ্বাস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (০২ জুন) দিবাগত রাতে সদর উপজেলার সিংহারদহ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার (০৩) জুন সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনগত গভীর রাতে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মিঠুকে। পরে দীর্ঘ সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। পরে রাত ৩টার দিকে পরিবারের লোকজন বাড়ির সামনে মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

পুলিশের ধারণা, মিঠুকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি বাড়ির সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কারো সঙ্গে মিঠুর বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like