নাটোরে ১৭৩ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

১৩৮

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৭৩ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান তোজাম্মেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল কুদ্দুসকে সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ও শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like