নানা আয়োজনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সকালে, চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
এদিকে, দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে যৌথভাবে দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। অন্যদিকে, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের দলীয় কার্যালয়েও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া, সকালে সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভার।
নিউজ ডেস্ক/বিজয় টিভি