নানা আয়োজনে বান্দরবানে আষাঢ়ী পূর্নিমা পালিত

৩৫১

বান্দরবানে ধর্মীয় ভাবগার্ম্ভীযের সাথে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম , বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান এই ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্নিমা পালন করছে বৌদ্ধ সম্প্রদায়।

আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে বৌদ্ব ধর্মালম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা।বান্দরবানের রাজবিহার, কালাঘাটা বড়– বৌদ্ব বিহার ,বালাঘাটা বৌদ্ব বিহার,উজানী পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বৌদ্ব বিহারে চলছে প্রার্থনা, গুরু ভক্তি, ছোওয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, সহ নানান ধর্মীয় আয়োজন ।

আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ব ধর্মালম্বীরা, এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়,সৎ পথে চলা, বুদ্বের জীবনানুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ব ধর্মালম্বী পরিবার।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like