নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬
নারায়ণগঞ্জে রূপগঞ্জ ইছাপারা এলাকায় শীতলক্ষ্যা নদী তীরের ডকইয়ার্ডে মেরামত করতে আনা নোঙর করা ‘সাঙ্গাইল ৮’ নামে একটি জাহাজে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দুই ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ৪ টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গনি জানিয়েছেন, শীতলক্ষ্যা নদীর ইছাপুরা এলাকায় কিং ফিসার শিপইয়ার্ড নামের একটি ডকইয়ার্ডে মেরামত করতে আসা তেল রিফায়ারিং করা উপাদান নেপকিন বহন করা জাহাজটিতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে আগুন ধরে যায়।