নারায়ণগঞ্জে একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ ৩ জন নিহত

১০২

নারায়ণগঞ্জের বন্দরে একটি ৬ তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ মারা গেছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

আজ (শুক্রবার) সকালে নারায়ণগঞ্জ বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয়।

এসময় বাকি আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি 

You might also like