নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের চাষাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে নূর হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত নূর হোসেন সরকারি তোলারাম কলেজের ছাত্র ছিল।

জানা গেছে, চাষাড়া ফরিদা ক্লিনিকের সামনে ট্রেনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন নূর হোসেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হচ্ছে।