নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

৩৪৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমূখী নীট গার্মেন্টসের থান কাপড়ের গুদামে অগ্নিকান্ড ঘটেছে। আগুনে গুদামটির বিপুল পরিমান থান কাপড় পুঁড়ে নষ্ট হয়ে গেছে।

সোমবার দুপুরে ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় রাসেল গার্মেন্টসের দ্বিতীয় ইউনিটের গুদামে এই অগ্নিকান্ড ঘটে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন শ্রমিক হতাহত হয়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া একটার দিকে থান কাপড়ের গুদামে অগ্নিকান্ড ঘটে। এসময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আতংকে ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ এবং আদমজী ইপিজেড এর মোট পাঁচটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ কেউই কিছু বলতে পারছে না।

তিনি জানান, আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like