নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড এলাকায় ৩০১ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।
এতে বলা হয় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ডের গ্রান্ড চাঁদনি কাবাব অ্যান্ড রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- রংপুরের হারাগাছার জয় বাংলা বাজার এলাকার আব্দুল সাত্তারের ছেলে রুবেল মিয়া (২৮), লালমনিরহাটের আদিতমারির গোপরধনের আব্দুল সাত্তারের ছেলে সাদিকুল ইসলাম (৩২), একই এলাকার আব্দুল মজিদের মেয়ে শিউলী বেগম (২৬), আমিনুল ইসলামের মেয়ে আমেনা বেগম (৩০), রংপুরের গঙ্গাচরার আব্দুল সাগরের মেয়ে আরফিনা বেগম (৩১) ও অপ্রাপ্তবয়স্ক (১৩) একজন।
গ্রেফতার আসামিদের নামে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।