নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোমেন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) বিকেলে সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামে এ ঘটনা ঘটে।
সে ব্যাটারী চালিত অটোরিকশার চালক ও সনমান্দি ইউনিয়নের হরিহরদী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।
স্বজনরা জানান, মোমেন মিয়া তার অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হলে শুক্রবার বিকেলে বাসায় চার্জ দিতে যায়। চার্জ লাগিয়ে সুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে পড়ে যান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।