নারায়ণগঞ্জে ৯০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।
এরা হলেন- ঢাকার মধুবাজারের আবুল হাসেম মাসুমের ছেলে ফারহান সুলতান (২৭), কুমিল্লার চৌদ্দগ্রামের একতা বাজারের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে তানভির হোসেন তানিম (২৩) ও মুন্সিগঞ্জের লৌহজং মালির অংক বাজারের মো. সুমনের ছেলে মো. রাতুল (২২)। এ সময় ৯০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৫শ টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
২ এপ্রিল বন্দর থানাধীন মুরাদপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রাস্তার ওপর একটি প্রাইভেট গাড়িতে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।