নারায়নগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
কাল নারায়নগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সকালে লাঙ্গলবন্দ অস্টমী স্নানঘাট পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এ কথা জানান। তিনি জানান, পূণ্যার্থীরা যাত নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য সদা প্রস্তুত থাকবে আইনশৃংখলা বাহিনী। স্নানকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুত ব্রহ্মপুত্রের তীর। পূন্যার্থীদের বিশ্বাস তিথীর নির্দিষ্ট সময়ে ব্রহ্মপুত্র নদে পূন্যস্নান করলে পাপ মোচন হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি