নারায়নগঞ্জে টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

১১৩

নারায়নগঞ্জের ফতুল্লার লালপুরে ইষ্ট কষ্ট লিমিটেড নামে একটি টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে । পরে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে । আগুনে কারখানাটি সম্পুর্ন দুমড়ে মুচড়ে গেছে । সড়কের দুই পাশে বৈদ্যতিক তারের ক্ষতি হওয়ায় ফতুল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানায়, অগ্নিকান্ডে কারখানার অনেক ক্ষতি হয়েছে । কারখানার ভেতরে কেমিকেলের গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে কিছুটা সময় লাগছে ।

তবে কিভাবে আগুনের সুত্রপাত সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনী। তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন সম্ভব হয়নি ।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like