নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে শেখ হাসিনা অদ্বিতীয় : হাসিনা মহিউদ্দিন
নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্বিতীয় বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।
আজ (মঙ্গলবার) সকালে নগরীর ৩ নম্বর পাচঁলাইশে ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতির জনকের নির্দেশিত পথে, চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি