সাভারে নিখোঁজের একদিন পর নদী থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

২২০

নিখোঁজের একদিন পরে সাভারে বংশী নদী থেকে রোহান ইসলাম আবিদ নামের (৯) এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সাভারের বংশী নদীর ভাগলপুর বালুঘাট থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,  গত দুই দিন আগে সাভারের তালবাগ এলাকার আফজাল হোসেনের ছেলে স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী রোহান ইসলাম আবিদ এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশী গোলাম আজম নামের এক যুবকের সাথে। পরে গতকাল সকালে ওই শিশুকে বাড়ি থেকে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকায় ডেকে নিয়ে যান গোলাম আজম,রাহুল ও রহিম।

এ সময় ওই শিশুকে তিনজন মিলে ঘারমটকে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরে সকালে স্থানীয়রা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাহুল ও রহিম নামের দুই যুবককে আটক করেছে।

শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল বলেন শিশুটির অন্য হত্যাকারীদের আটক করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like