নিখোঁজের ১৯ দিন পর অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার
সাভারে ১৯ দিন ধরে নিখোঁজ কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুতে রাখা খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের ভাষ্যমতে, স্কুলের শ্রেণিকক্ষেই মিন্টু বর্মণকে কুপিয়ে খুন করা হয়। এরপর মরদেহ ছয় টুকরো করে স্কুলের মাঠেই পুতে ফেলা হয়।