‘আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ’ এই শ্লোগানে সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় সৈকতের লাবণী পয়েন্ট থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করে কলাতলী পয়েন্টে গিয়ে তা শেষ হয়।
এ পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, টুরিস্ট পুলিশ, লাইফ গার্ড, বীচ কর্মী ও সৈকতের হকাররা এতে অংশ নেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামালের সভাপতিত্বে এসময় তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এটি পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।
তাই স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের সচেতন করতে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি মাসিক পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে। যাতে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দরবারে একটি পরিচ্ছন্নতা সৈকত হিসেবে পরিচিত লাভ করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি